'উত্তরবঙ্গ যার হাতে, ঢাকার মসনদ তাঁর হাতে'

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

রোববার, ১৯ মার্চ ২০১৭ , ০৬:৩৮ পিএম


'উত্তরবঙ্গ যার হাতে, ঢাকার মসনদ তাঁর হাতে'

ভবিষ্যতে উত্তরবঙ্গ যার হাতে যাবে, ঢাকার মসনদও তার হাতে থাকবে। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিজ্ঞাপন

রোববার সকালে রংপুরের আক্কেলপুর স্কুলের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এরশাদ বলেন, দেশীয় অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ পুরানো ধারণা। দেশকে দু'ভাগ করে রেখেছিল যমুনা নদী। এক করতেই নিজের অর্থায়নে নিজের ক্ষমতায় যমুনা সেতু করতে চেয়েছিলাম। পদ্মা সেতু নতুন নয়, যমুনা সেতু নতুন। সেখান থেকে শুরু হয়েছিল নতুন যাত্রা। 

বিজ্ঞাপন

তিনি বলেন, উত্তরবঙ্গের ধানচাল খেয়ে ঢাকা বাঁচে, দেশ বাঁচে। কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন হয়না।

আসছে নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টিসহ ৩২ টি আসনে নির্বাচিত হয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করতে চাই।

এ কাজটি আমরা নিজেরাই করতে চাই। 

বিজ্ঞাপন

 

 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission